প্রসেসর কেনার কথা ভাবছেন ? Intel নাকি AMD

প্রসেসর কেনার কথা ভাবছেন ? Intel নাকি AMD

এখন সবাই কম্পিউটার কেনার ক্ষেএে  প্রসেসর এর উপরে বেশি গুরুত্ব দেয়। কারণ এটিই মূলত কম্পিউটার এর স্পিড নিয়ন্ত্রণ করে।
প্রসেসর কেনার ক্ষেত্রে কিছু কথা, Intel নাকি AMD

বাজারে সেরা দুই ধরনের প্রসেসর আছে

  • 1. INTEL
  • 2. AMD (Advanced Micro Devices)
অ্যাডভান্সড মাইক্রো ডিভাইস এবং ইন্টেল দুটিই বিশ্বের সেরা প্রসেসর উৎপাদনকারি এবং জনপ্রিয় ব্র্যান্ড। আপনি কোনটি কিনবেন সেটি নির্ভর করবে আপনার বাজেট ও চাহিদার উপর।  ইন্টেল এর সবচেয়ে জনপ্রিয় CPU- হল Intel এর Core i সিরিজ এবং AMD এর FX সিরিজ.  প্রায় একি কনফিগারেশন এর AMD প্রসেসরের থেকে INTEL এর দাম বেশি হয়।
আমরা যাদের ইচ্ছে আছে কিন্তু বাজেট কম তাদেরকে AMD হেল্প করতে পারে। শুধু হেল্প নয় , গেমিং ও স্পিড এর ক্ষেএে AMD দেয় সুপার পারফরমেন্স। একটি কোয়াড অথবা হেক্সা কোরের AMD প্রসেসর দিয়ে তৈরি করতে পারবেন একটি শক্তিশালী কম্পিউটার। অন্য দিকে INTEL দিয়ে তা করতে হলে i5, i7 কিনতে হবে, যার দাম প্রায় দিগুন এর কাছাকাছি।
আবার INTEL যে আপনার কাছে বেয়াইনি ভাবে টাকা নিচ্ছে তা কখনই ভাববেন না। এটি বিশ্বে জনপ্রিয়তায় ও মার্কেটপ্লেসে প্রথম অবস্থানে আছে।  ‘Hyper thread technology and power efficiency’ INTEL কে এগিয়ে রেখেছে। AMD  INTEL  এর মত বিদ্যুৎ সাশ্রয়ী নয়। AMD প্রসেসর ইন্টেল এর চেয়ে একটু বেশিই গরম হয়।
আপনার কাছে কি মনে হয়? আমাদেরকে জানান। আপনার মতামত আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ।
ভালো থাকবেন।
Collected from: http://freeshikhi.com/

No comments

Theme images by enot-poloskun. Powered by Blogger.