জানা কিছু তথ্য আবার জেনে নেওয়া যাক

উইকিপিডিয়া: জ্ঞান-বিজ্ঞানের সব তথ্য একই স্থানে সংকলন করার উদ্দেশ্যকে সামনে রেখে শুরু করা এই অনলাইন বিশ্বকোষটি অংশগ্রহণকারীর অবদানের ভিত্তিতে পরিচালিত হয়ে থাকে । বর্তমানে উইকিপিডিয়ায় নিবন্ধের সংখ্যা ১কোটি ৬০লাখ ।
প্রজেক্ট গুটেনবার্গ: বেশ অনেক দিন আগে থেকে চালু হওয়া এই প্রকল্পটি অনলাইন গ্রন্থাগারের প্রথম উদাহরণ ।এই প্রকল্পের মাধ্যমে সর্বপ্রথম বিনামূল্যে  বইয়ের ইলেকট্রনিক সংস্করণ বিতরণের সুযোগ দেওয়া হয় । বর্তমানে এখানে ৩৩ হাজারেরও বেশি বই রয়েছে ।

লিনাক্স: সম্মিলিত প্রচেষ্টায় তৈরি মুক্ত অপারেটিং সিস্টেম ।
অ্যানড্রয়েড: অ্যানড্রয়েড মোবাইল ফোন চালানোর মুক্ত সফটওয়্যার । গুগল এই প্রকল্পটি চালু করেছে ।
মোজিলা ফায়ারফক্স: অন্যতম সফল মুক্ত সোর্স প্রকল্প । ওয়েব ব্রাউজারের ব্যবহারকারীদের জনপ্রিয়তার দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে এটি ।

ওপেন অফিস ডট আর্গ: কম্পিউটারে ব্যবহৃত দৈনন্দিন সফটওয়্যারগুলোর মধ্যে ওপেন অফিস বেশ জনপ্রিয় । 

http://www.openoffice.org/



=> গনিতে বাভিন্ন প্রকারের প্রতীক ব্যবহার করা হয়, যেমন সংখ্যা প্রতীক ০, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯ এই দশটি প্রতীকের সাহায্যে সকল সংখ্যা লেখা যায় ।সংখ্যা লেখায় ব্যবহৃত সংখ্যা প্রতীককে আংক বলা হয় ।
প্রক্রিয়া প্রতীক è +, -, ×, ÷, ±
সম্পর্ক প্রতীক  è =, >, <, , ,
বন্ধণী প্রতীক è ( ), { }, [ ],

1 comment

Md Shamim Hossain said...

yes , this is little part of knowledge.thanks

Theme images by enot-poloskun. Powered by Blogger.