BIOS SETUP এ গোলমাল!! আসুন সব option default করি ।!!!!

যারা এত দিনে সাহস করে BIOS SETUP গিয়েছেন এবং সব ওলটপালট করেফেলেছেন বা যারা BIOS SETUP এ যেতে ভয় পান তাদের জন্য এই পোষ্ট.....
BIOS SETUP এর ওলটপালটের জন্য আপনার কম্পিউটার মাঝে মাঝে বিরূপ আচারণ করতে পারে , সেদিকে লক্ষ রাখা ভাল । কারন অনেকেই দেখাযাচ্ছে BIOS SETUP যেয়ে না বুঝে বা ভুল করে অনেক কিছু করে ফেলে যা সে নিজেও বুঝতে পারে না ফলে মনে করে আমার কম্পিউটারে ভাইরাস ঢুকেছে বা নষ্ট হয়ে গেছে এরকম আনেক কিছুই...
BIOS SETUP এ যাওয়ার পর ডানে বা নিচে লক্ষ করবেন দেখবন সেখানে হেল্প দেওয়া আছে কি ভাবে কি করতে হবে, ভাল করে পড়ে বুঝে বুঝে আগান দেখবেন আপনার ঊদ্দেশ্য সফল । তবে যটা বুঝবেন না সেটা না করই ভাল ,অভিজ্ঞ কারো সাহায্য নিতে পারেন ,তবে রিক্স না নিলে তেমন কিছু শেখা যায় না বলে মনে করি

BIOS SETUP এ যান এবং F9 চাপুন ম্যাসেজ আসলে ok করুন ব্যাচ সব option default  হয়ে যাবে ।

আজ তেমন কিছুই লিকলাম না যা লিখেছি ভুল হলে দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ।

1 comment

Md Shamim Hossain said...

BIOS/Boot নিয়ে অনেক ঝামেলাই ছিলাম, এবার মনে হয় নিজেই ঠিক করতে পারবো । ধন্যবাদ

Theme images by enot-poloskun. Powered by Blogger.