ঠান্ডা পানির চেয়ে গরম পানি দ্রুত বরফে পরিনত হয় ।
মস্তিষ্কের শেষ হয় ১৮ বছর বয়সে ।
গ্লাডিয়েটররা নিরামিষাশী ছিলেন ।
যুক্তরাষ্টের কোন অফিশিয়াল ভাষা নেই ।
বছরে একহাজারের বেশি পাখি মারা পড়ে জানালায় ধাক্কা খেয়ে ।
বৃষ্টির ফোঁটার গতি ঘন্টায় ১৭ মাইল ।
কেবল ৫৫ শতাংশ মার্কিন জানে, সূর্য একটা বড় তারা ।
মিকি মাউসের জনক হিসেবে পরিচিত ওয়াল্ট ডিজনির ইঁদুরভীতি ছিল ।
দুনিয়ার প্রতি পাঁচজনের মধ্যে মাত্র দুজন তাদের প্রথম প্রেমিকার সঙ্গে ঘর বাঁধে ।
জিমেইলের লোগোটি তৈরি হয়েছিল তা জনসমক্ষে আসার আগের রাতে ।
কবুতর আতিবেগুনি রশ্মি দেখতে পায় ।
হামিংবার্ডের জিহবা দুই ভাগে বিভক্ত ।
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments
Post a Comment