ডিভিডি বা সিডি copy-protected" থাকলে?

একটা জরুরী সিডি Nero দিয়ে কপি করতে গিয়েই ধাক্কাটা খেলাম! "This DVD is copy-protected" এরর দেখাচ্ছে। অর্থাৎ কপি করা যাবে না। শুরু করে দিলামগুগলিং। এবং পেয়ে গেলাম কিভাবে প্রটেক্টেড ডিভিডি কপি করা যায় তার তথ্যযার সারাংশ হলডিভিডিকে কপি প্রটেক্টেড করার জন্য Content Scramble System (CSS) নামে একটা পদ্ধতি ব্যবহার করা হয়। ফলে CSS এনক্রিপ্টেডডিভিডিগুলোকে ডিক্রিপ্ট করা ছাড়া কপি করা সম্ভব নয়। ডিভিডি ডিক্রিপ্ট করারজন্য বেশ কিছু সফটওয়্যার পাওয়া যায়। এর মধ্যে আমার কাছে DVD43প্রোগ্রামটি ভাল লেগেছে। এটি একটি ফ্রিওয়্যার ডিক্রিপ্টার। এর প্রধান বৈশিষ্ট্য হল,এটি ব্যাকগ্রাউন্ডে থেকে রিয়েলটাইমে ডিভিডিকে ডিক্রিপ্ট করতে পারে। ফলেপ্রটেক্টেড ডিভিডি থেকে ডিস্ক টু ডিস্ক কপি করা সম্ভ হয় এই লিংক থেকে DVD43ডাউনলোড করুন। ডাউনলোড হয়ে গেলে সেটাপ চালু করুন। খুবই ছোট একটি প্রোগ্রাম এবং অত্যন্ত সরল এর ইনস্টলেশন। ইনস্টল হয়ে গেলে সিস্টেম ট্রেতে একটি মানুষের মাথার ছবির মত হলুদ আইকন দেখতে পাবেন। যখনই আপনি কপি প্রটেক্টেড কোন ডিভিডি ড্রাইভে প্রবেশ করাবেন হলুদ আইকনটি সবুজ হয়ে যাবে তার মানে ডিভিডি কপি করার জন্য প্রস্তুত। এবার যে কোন ডিভিডি বার্নিংসফটওয়্যার(Nero ব্যবহার করাই উত্তম) দিয়ে ডিভিডিটি কপি করে ফেলতে পারবেন

Re: http://2kitaki-cse-bangla.blogspot.com/2011/05/blog-post.html

No comments

Theme images by enot-poloskun. Powered by Blogger.