আপনার কম্পিউটারে কেউ ফেইসবুক ব্যবহার করতে পারবে না
লিখেছেন:
শ্যামল সিংহ
আপনার কম্পিউটারে কেউ ফেইসবুক ব্যবহার করতে পারবে না
(http://www.teypang.com)এই সাইট থেকে কপি করেছি শুধু নিজের বুকমার্কের জন্য প্রচারের জন্য নয়
আপনি নিশ্চয়ই চাইবেন না যে আপনার অবর্তমানে আপনার কম্পিউটার থেকে অন্য কেউ ফেইসবুক ব্যবহার করুক। আজকে আমি দেখাব কিভাবে কম্পিউটারে কোন ওয়েবসাইটকে ব্লক করতে হয়।
তাহলে জেনে নেওয়া যাক কিভাবে আপনার কম্পিউটারে কোন ওয়েবসাইটকে ব্লক করবেন।
windows 8, 7, xp, এর জন্য
প্রথমে , My computer> C Drive >Windows>System32>drivers>etc ফল্ডারে যান।
প্রথমে , My computer> C Drive >Windows>System32>drivers>etc ফল্ডারে যান।
পরে, hosts ফাইলটি cut করে desktop নিয়ে যান ,
পরে, hosts ফাইলটি রাইট ক্লিক করে open ক্লিক করে Notepad সিলেক্ট করে ok ক্লিক করুন।
পরে, hosts ফাইলটি রাইট ক্লিক করে open ক্লিক করে Notepad সিলেক্ট করে ok ক্লিক করুন।
ফেইসবুক ব্লক করার জন্য এই কোডটি #127.0.0.1 www.facebook.com বসিয়ে দিন। অন্য ওয়েবসাইট ব্লক করার জন্য 1 এর স্থানে 2 এবং পাসে ওয়েবসাইটের নাম নিয়ে দিন, এবং সেইভ করুন।
পরে, এই ফাইলটি কপি করে etc ফল্ডারে পেস্ট করে দিন। এখন দেখুন আপনার ব্লক করা সাইট কোন ব্রাউজার থেকে ব্রাউজ করতে পারবেন না।
এখন জেনে নিন কিভাবে ওয়েবসাইট আনলক করবেন।
hosts ফাইলটি cut করে desktop নিয়ে যান ,
পরে, hosts ফাইলটি রাইট ক্লিক করে open ক্লিক করে Notepad সিলেক্ট করে ok ক্লিক করুন।
ওয়েবসাইট গুলো আনলক করার জন্য প্রত্যেক লাইনের আগে # দিয়ে বা পরে এড করা কোড গুলো মুসে ফেলে সেইভ করুন।
পরে, এই ফাইলটি কপি করে etc ফল্ডারে পেস্ট করে দিন।
পরে, hosts ফাইলটি রাইট ক্লিক করে open ক্লিক করে Notepad সিলেক্ট করে ok ক্লিক করুন।
ওয়েবসাইট গুলো আনলক করার জন্য প্রত্যেক লাইনের আগে # দিয়ে বা পরে এড করা কোড গুলো মুসে ফেলে সেইভ করুন।
পরে, এই ফাইলটি কপি করে etc ফল্ডারে পেস্ট করে দিন।
No comments
Post a Comment