যে ভাবে হাডডিস্কের পাটিশন হাইড করুন
লিখেছেন:
প্রসেনজিৎ সিংহ
যে ভাবে হাডডিস্কের পাটিশন হাইড করুন
(http://www.teypang.com)এই সাইট থেকে কপি করেছি শুধু নিজের বুকমার্কের জন্য প্রচারের জন্য নয়
আজকে আমি Monipuri-IT.com এ শ্যামল দাদার একটি লেখা বাংলা অনুবাদ করে আপনাদের সামনে উপস্থাপন করতেছি।
আমাদের কম্পিউটারে অনেক গুরুত্বপূর্ণ বা পারসনাল ফাইল হাইড করে রাখি, কিন্তু হাইড করা ফাইল দেখা যায়, যে পাটিশনে গুরুত্বপূর্ণ বা পারসনাল ফাইল আছে পাটিশনটি হাইড করলে কেউ জানতে পারবেনা আপনার আরো একটি পাটিশন আছে।
তাহলে জেনে নিন হাডডিস্কের পাটিশন কিভাবে hide করবেন।
প্রথমে My Computer রাইট ক্লিক করুন, পরে Manage ক্লিক করুন।
পরে, Disk Management এ ক্লিক করুন।
পরে, যে partition হাইড করতে চান তার রাইট ক্লিক করে Change Drive Letters and Paths এ ক্লিক করুন।
পরে, Remove এ ক্লিক করুন।
পরে, Ok ক্লিক করুন।
প্রসেসটি ঠিক ঠাক ভাবে সম্পূর্ন করলে আপনার Partition হাইড হবে।
এখন জেনে নেওয়া যাক কিভাবে হাইড Partition আন হাইড করবেন।
আগের মত My Computer রাইট ক্লিক করে Manage>Disk Management> যে Partition অনহাইড করতে চান তার রাইট ক্লিক করুন, পরে Change Drive Letters and Paths গিয়ে Add এ ক্লিক করুন।
পরে Assign the following drive latter রেডিও বাটনটিতে চেক দিয়া Ok ক্লিক করুন।
প্রসেসটি ঠিক ঠাক ভাবে করলে আপনা Partition আনহাইড হবে।
No comments
Post a Comment