RAM এর জন্য টাকা খরচ করার কোন দরকার নেই
লিখেছেন:
প্রসেনজিৎ সিংহ
RAM এর জন্য টাকা খরচ করার কোন দরকার নেই
(http://www.teypang.com)এই সাইট থেকে কপি করেছি শুধু নিজের বুকমার্কের জন্য প্রচারের জন্য নয়
আজকে আমি Monipuri-IT.com এ শ্যামল দাদার একটি লেখা বাংলা অনুবাদ করে আপনাদের সামনে উপস্থাপন করতেছি।
আশা করি সবাই ভাল আছেন, আমরা সবাই জানি কম্পিউটারে RAM কম থাকলে কম্পিউটার স্লো হয়, কম্পিউটার ফাস্ট করার জন্য বাজার থেকে RAM কেনে আনতে হয়। আজকে আমি আলোচনা করব RAM না কেনে আমাদের External RAM এর সাথে Virtual RAM ব্যবহার করে স্লো কম্পিউটারকে কিভাবে ফাস্ট করা যায়।
আমরা প্রায় সবাই কম্পিউটারে অপারেটিং সিস্টেম হিসেবে উইন্ডোজ ব্যবহার করি তাই উইন্ডোজের Virtual RAM নিয়ে আলোচনা করব।
যে ভাবে Virtual RAM তৈরী করবেন
Virtual RAM তৈরী করার জন্য নিদিষ্ট কিছু মেমরি লাগে, এই মেররি হার্ডডিস্ক বা পেনড্রাইভ থেকে নিতে হয়। তবে হার্ডডিস্ক থেকে নিলে ভাল হয়। আমি আমার হার্ডডিস্কের D Drive এর 2GB মেমরীকে Virtual RAM হিসেবে ব্যবহার করব, D Drive এ 21.8 GB খালি আছে (মনে রাখবেন)।
১. প্রথমে My Computer রাইট ক্লিক করে Properties ক্লিক করুন।
২. Advanced system settings ক্লিক করুন।
৩. Advanced ক্লিক করে Settings ক্লিক করুন।
৪. Advanced ক্লিক করে Programs রেডিও বাটন সিলেক্ট করে Change এ ক্লিক করুন।
৫. “Automatically manage paging file size for all drives” রেডিও বাটনে অনচেক করে, যে drive এর মেমরী RAM তৈরী করবেন তা সিলেক্ট করুন, Custom size রেডিও বাটনে চেক দিন, ৯ নং ঘরে Virtual RAM এর পরিমান দিয়ে দিন, পরে Set ক্লিক করুন, পরে ok ক্লিক করুন।
৬. ok ক্লিক করলে কম্পিউটার restart হবে, কাজ শেষ।
আমার আগের D Drive এ 21.8 GB খালি ছিল এখন 19.8 GB খালি আছে তার মানে 2 GB RAM হিসেবে কাজ করতেছে।
Virtual RAM Physical মেমরীতে দেখাবে না।
No comments
Post a Comment